ঢাকাWednesday , 7 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় স্কুল শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি: থানায় অভিযোগ

admin
May 7, 2025 5:22 pm
Link Copied!

 

মানছুর রহমান জাহিদ, নিজস্ব প্রতিবেদক

খুলনার পাইকগাছায় আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমিন নাহার নামক এক স্কুল শিক্ষিকার বসত বাড়ি থেকে মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী চুরি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩রা মে নাজমিন আক্তার ও তার স্বামী মোঃ কায়ুম হোসেন তাদের একমাত্র কন্যা ফাইরুজ মালিহার পড়াশোনার খোঁজ নিতে বাড়িতে তালা দিয়ে খুলনায় অবস্থান করছিলেন। পহেলা মে থেকে ৪ মে এর মধ্যে অজ্ঞাতনামা চোর/চোরেরা তাদের বাড়িতে প্রবেশ করে মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে শিক্ষিকা নাজমিন নাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নাজমিন নাহার জানান, ঘটনার সময় তিনি ও তার স্বামী মোঃ কায়ুম হোসেন তাদের একমাত্র কন্যা ফাইরুজ মালিহার পড়াশোনার খোঁজ নিতে খুলনায় অবস্থান করছিলেন। তিনি আরো জানান ১মে থেকে ৪ মে চোরেরা তার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে নগদ এক লক্ষ টাকা, একটি সোনার কানের দুল, একটি হাতের আংটি, একটি পানির মটর, একটি সোলার ব্যাটারি এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী চুরি হয়েছে।নাজমিন নাহার আরও জানান, তার পরিবারের দুটি চাবি সেট রয়েছে। একটি চাবি তিনি আত্মীয় হিসেবে পরিচিত প্রতিবেশী নানীর বাড়িতে রেখে গিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় সংঘবদ্ধ চোরচক্রের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবিও জানান তারা।
এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার বাবলা দাস জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। সংঘবদ্ধ চোরচক্র ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।