প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৯:১৩ এ.এম
পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন বোরহানপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধ
বোরহানপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে । যোগ দিন দলে দলে। স্থান - ষষ্ঠী তলা বাজার সংলগ্নে , ইউ ,এফ,ডি, ক্লাব ফুটবল ময়দানে , তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে!,
০৭- এপ্রিল -এ২০২৫ রোজ সোমবার আসর বাদ
#প্রধান বক্তা - বিশেষ ইসলামিক চিন্তাবি মাওঃ সাইদুর ইসলাম ( মাসুদ )
চ্যানেল ২৪ , এনটিভি বাংলা ভিশন ঢাকা ।
#দ্বিতীয় বক্তা
বিশিষ্ট ইসলামী চিন্তাবি, মাওঃ হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম আযমী )
#প্রধান অতিথি - আলহাজ্ব মাওঃ - আবুল কালাম আজাদ ) খুলনা অঞ্চল এবং সংসদ সদস্য পদপ্রার্থী খুলনা ৬-পাইকগাছা কয়রা ) বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#বিশেষ অথিত - এস ,এম নাজির আহমেদ , সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি ৮ নং রাডুলী ইউনিয়ন শাখা ,/হাফেজ মোঃ তহিদুজ্জামান (নূর ) আমীর ,বাংলাদেশ জামায়াতে ইসলামি, ৮ নং রাডুলী ইউনিয়ন শাখা ।
#বিশেষ আকর্ষণ -রাড়ুলী কালচারাল (একাডেমি )
#সভাপতিতৃ করবেন -উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি করবেন জনাব আলহাজ্ব মাওঃ কামনা উদ্দীন সরদার) ইসলামিক জলসায় ও তাফসীরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে দুজাহানের আসিস নেকি হাসিল করুন ।
বোরহানপুর ইসলামী যুব সমাজ কতৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল-২৫
আলহাজ্ব মাওঃ কামালউদ্দীন সরদারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মাওঃ এস এম আমিনুল ইসলাম, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা জেলা।
বিশেষ অতিথি- এস,এম নাজির আহম্মেদ সাবেক সভাপতি, রাড়ুলী ইউনিয়ন বিএনপি, হাঃ মোঃ তৌহিদুজ্জামান নূর, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৮ নং রাড়ুলী ইউনিয়ন শাখা, বোরহানপুর ইসলামী যুব সমাজের প্রতিষ্ঠাতা, এস কে মহিববুল্লাহ, যুব সমাবেশের সভাপতি, মোঃ মোর্তাজুল ইসলাম, সেক্রেটারি,এম,এম আল-আমিন সহ আরো অনেক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025