মোঃ শফিয়ার রহমান পাইকগাছা, খুলনা
খুলনার পাইকগাছায় বসতবাড়িসহ সম্পত্তি পুনরুদ্ধার কালে সংঘর্ষে উভয় পক্ষের দায়ের কোপ ও লাঠির আঘাতে কমপক্ষে ১৫ জন জখম হয়েছে। এর মধ্যে প্রায় ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার বিবারণ ও প্রতক্ষদর্শীরা জানান, উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের আকবর আলীদের সাথে আয়ুব আলী ফকিরদের বসতবাড়িসহ ২৫ বিঘা জমি নিয়ে বিরোধ চলছে। এক বছর আগে আয়ুব আলীরা এমনি ভাবে মারপিট করে আকবর আলীদের বাড়ি ছাড়া করে দেয়।
বৃহস্পতিবার আকবর আলিরা তাদের বে-দখল হওয়া বাড়ীতে গেলে প্রতিপক্ষ আয়ুব আলীরা দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ৮ জনকে মারাত্মক রক্তাক্ত জখম করে। এরমধ্যে আকবর শেখ (৬০), রেজাউল মোড়ল (৪৫), হাসান মোল্যা (৫০)’এর অবস্থা আশংকাজনক। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে কর্তব্যরত ডাঃ ইব্রাহিম হোসেন জানান।
অন্যান্য আহতরা হলেন, হেকমত শেখ (৫০), তার স্ত্রী জয়নব বিবি (৩৫), নুরালী শেখ (৪৮), শওকত শেখ (৪৮) ও রফিকুল মোড়ল (৫০)। এছাড়াও প্রতিপক্ষদের আহতরা হলেন, জহুরা বেগম (৬৫), মোঃ আসিফ (২৩), জান্নাতুল খাতুন,(২৮), আলী আকবর শুভ (২৫), আয়রা বেগম (৪২) ও মিজানুর রহমান। এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করে বলেন, তারা তাদের উপর আগে আক্রমণ করেছে।
পুলিশ ঘটনাস্থলে যেয়ে আহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসার ব্যবস্থা করেন বলে এস আই শংকর কুমার হীরা জানান। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টায় দক্ষিণ সলুয়া গ্রামের বিদ্যুতের সাব স্টেশনের পাশের বিতর্কিত বাড়িতে।
উক্ত ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে উভয় পক্ষ মামলা করবেন বলে তাদের নিকটজনেরা জানিয়েছেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, অফিসিয়াল কাজে জেলাতে আছি। খবর শুনে থানা থেকে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। মামলা হলে তদন্তপুর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক