প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৬:৩১ পি.এম
পীরগাছায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও ঈদ উপহার প্রদান

স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছায় কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামির ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে ও নায়েবে আমির হাশেম আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক ডা. জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার সহ আরও অনেকে।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন পীরগাছা-কাউনিয়া আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025