তাজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
রংপুরের পীরগাছায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ধনির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রকি বাবু (৫)। সে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট ঝিনিয়া গ্রামের ইসাহাক আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল পাঁচটার সময় বাড়ির পাশে সড়কের ধারে শিশুটি খেলা করছিলেন। এ সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মাথা থেতলে গিয়ে মারা যান। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটি এবং চালককে আটক করে পুলিশের নিকট সোর্পদ করে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘাতক ট্রাক্টর এবং চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক