স্টাফ রিপোর্টার:-রংপুরের পীরগাছায় নিজ জমিতে ধানের চারা রোপন করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ৫ নারী। নিজের ক্রয় করা জমি নিয়ে দ্বন্দের ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত থেকে রায় প্রাপ্ত হয়ে ধানের চারা রোপন করতে গিয়ে এ হামলার শিকার হন তারা। গত শুক্রবার সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের দিলালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই ৫ নারীকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাগরিকা নামে এক নারীর অবস্থা গুরুতর।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত সোহবার হোসেনের স্ত্রী দেলোয়ারা বেগম (৭৪) বিগত ৩৫ বছর পূর্বে দিলালপাড়া মৌজার জেএল নং ৯২, দাগ নং ১৫২ এর ৪২ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করতে থাকেন। ইতিপূর্বে অভাবের তাড়নায় তিনি ২০০৭ সালে ওই দাগের সাড়ে ৩১ শতক জমি বিক্রি করেন এবং বাকি সাড়ে ১০ শতক জমি ভোগদখল করতে থাকেন। জমির সকল প্রকার রেকর্ড বিধবা দেলোয়ারা বেগমের নামে থাকলেও সম্প্রতি এ জমিটি নিয়ে বিবাদ সৃষ্টি করেন তার প্রতিবেশি মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহিম খোকা ও তার পরিবার। তারা জমি নিয়ে কয়েকটি মামলা-মোকাদ্দমা করলেও সম্প্রতি নিম্ন আদালত দেলোয়ার বেগমের পক্ষে রায় দেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রতিপক্ষরা। ঘটনার দিন গত শুক্রবার সকালে বিধবা দেলোয়ারা বেগম ও তার তিন কন্যা শাপলা আক্তার শিমু, সম্পা বেগম, সাগরিকা বেগম ও নাতনী নোভা আক্তার নিশিকে নিয়ে ওই জমিতে ধানের চারা রোপন করতে যান। এসময় প্রতিপক্ষ আব্দুর রহিম খোকা, তার নাতী রায়হান ও রিয়াদসহ কয়েকজন মহিলা ওই জমিতে গিয়ে ধান রোপনে বাঁধা সৃষ্টি করে এবং রোপনকৃত ধানের চারা তুলে ফেলে। এসময় তারা লাঠিসোঠা নিয়ে বিধবা দেলোয়ারা বেগম ও তার তিন কন্যাসহ নাতনীর উপর হামলা চালায় এবং বেধরক মারপিট করে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে আহত ওই ৫ নারীকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে বিধবা দেলোয়ারা বেগম বলেন, আমার ক্রয় করা জমি। সব রেকর্ড ও কাগজপত্র আছে। আদালতের রায় আছে। অহেতুক তারা বিবাদ সৃষ্টি করে আমাদের মারপিট করেছে এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি ন্যায় বিচার চাই।
জানতে চাইলে আব্দুর রহিম খোকার মেয়ে রহিমা বেগম, রেবেকা বেগম বলেন, তারা আদালতের রায় পেয়েছে ঠিক। কিন্তু আমরা আপীল করেছি। তারপরও তারা ধানের চারা রোপন করতে গেলে আমরা বাঁধা দেই। এতে মারামারি বাধে। আমরাও ৫ বোন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছি।
এ ব্যাপারে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, দেলোয়ারা বেগমের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।