স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সংবাদপত্র এবং সাংবাদিকদের নিয়ে অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পীরগাছা রেলওয়ে স্টেশনে ৩০ মিনিট ব্যাপী মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপি নেতা আবু ইউসুফ চন্দন, ছাত্র সমন্বয়ক ফরাদিন এহসান মাহিম, ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামান, জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা আহ্বায়ক লোকমান হোসেন, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, প্রেসক্লাব পীরগাছা’র সাবেক সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাবেক সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ প্রমূখ।
বক্তাগণ বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের সহযোগি সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ বাবুর ইন্ধনে কল্যাণী ইউপি সদস্য শাহীন মির্জা সুমন ও সাংবাদিক নামধারী আব্দুল কুদ্দুস দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে হয়রানী করে আসছে। তারা সাংবাদিকতা নামে স্কুল-কলেজ ও বিভিন্ন অফিসের কর্মকর্তাদের ভয়ভীতি দেখান। তাদের অত্যাচারে শিক্ষকতা পেশার সাথে জড়িত হাজারো মানুষ গড়ার কারিগর আজ নানা সমস্যার সম্মুখীন। তারা একটি মামলাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নামে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন এবং হুমকি-ধামকি দিচ্ছেন। ফলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক