স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগাছায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপজেলা সভাপতি ও প্রেসক্লাব’র উপদেষ্টা পর্ষদ এর সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, রংপুর জেলা জামায়াতে ইসলামীর মজলিস-এ-সূরা সদস্য সহঃ অধ্যাপক মোত্তালিব হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ৬নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহঃ অধ্যাপক বজলুর রশিদ মুকুল, ৭নং পীরগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ ও সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব, পীরগাছা’র সাবেক সভাপতি এম খোরাশেদ আলম, তোজাম্মেল হক মুন্সি, সাবেক সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ, তাজরুল ইসলাম, সাবেক সদস্য সচিব শাহজাহান সিরাজ মাসুদ, সাংবাদিক ইস্রাফিল মিয়া, মোস্তাফিজার রহমান, লাভলু মিয়া, রফিকুল ইসলাম লাবলু, খুরশীদ আলম প্রমূখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতীর কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব, পীরগাছার সাবেক সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।