স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ পীরগাছা উপজেলা শাখার সভাপতি ডা.জাকির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী আসাদুজ্জামান আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, একাডেমিক সুপার ভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ রংপুর জেলা শাখার সেক্রেটারী আব্দুল কাদের, রংপুর জেলা জামায়াতে ইসলামের মানব সম্পদ বিভাগের প্রধান মোতালেব হোসাইন, রংপুর জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সহ- সভাপতি মাওঃ মোখলেসুর রহমান,
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগাছা উপজেলা শাখার সভাপতি হাসেম আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি রমজান শেখসহ অনেকে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ বক্তব্য দেন। অনুষ্ঠানে ডাঃ জাকির হোসেনকে সভাপতি এবং আসাদুজ্জামান আল-আমিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।