স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বাৎসরিক সাধারন সভায় এই কমিটি ঘোষণা করা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া কমিটির সভাপতি-সাধারন সম্পাদকসহ ২৬ সদেস্যর নাম ঘোষনা করেন। এতে ব্রাক্ষণীকুন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জিল্লুর রহমানকে সভাপতি ও নেকমামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈয়দ শামুদ্দোহা চঞ্চলকে সাধারন সম্পাদক করা হয়।
গত সোমবার পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে বাৎসরিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। নবনির্বাচিত সভাপতি মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া। এসময় বক্তব্য দেন, আহবায়ক কমিটির সদস্য সচিব চন্ডিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর ইসলাম, কোহিনুর বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রামানিক, সাবেক প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ডালিম, শিক্ষক আব্দুল কুদ্দুছ, আব্দুস সাত্তার, নুরুল ইসলাম, আব্দুর রশিদ সরকারসহ অনেকে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষকদের রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত কমিটির সকল সদস্যেকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান শিক্ষক সমাজ। অনুষ্ঠানে মাধ্যমিক স্কুলের এক হাজার শিক্ষক-কর্মচারী অংশ গ্রহন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।