স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছায় অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। হাসি, আড্ডা, ফান, আমরা পীরগাছার রাবিয়ান এ প্রতিপাদ্যে মঙ্গলবার পীরগাছা সরকারি কলেজ মাঠে নেচে-গেয়ে আনন্দ-ফুর্ত্তিতে দিনটি উদযাপন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একত্রিত হন ১৯৮০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
পীরগাছা উপজেলা সমিতির আয়োজনে সকাল সাড়ে ১১টায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর রেজিস্ট্রেশন, লজিস্টিক বিতরণ,
পরিচিতি পর্ব দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে ফটোসেশনের মাধ্যমে শেষ হয়।
পরে মো: আনোয়ার হোসেন ও নিসা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা সমিতির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোমিনুল ইসলাম, সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. শাহাদাত হোসেন, ড. রিজু খন্দকার, ডা. মো. মাহফুজুর রহমান মন্টু, পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ মো. ফাহমিদ হাসান রনু, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক শেখ ফরিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় পীরগাছা সমিতির সাধারন সম্পাদক কামরুজ্জামান নয়ন, আয়োজক কমিটির কোষাধ্যক্ষ সাকিব সহ অনেকে ।

পুনর্মিলনী অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে অটুট বন্ধন তৈরি, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা প্রদান, কৃতি শিক্ষার্থীদের বৃর্ত্তি সহ প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ভার্সিটির সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভ্রাত্রিত্ব বন্ধন তৈরি বিষয়ে আলোচনা করা হয়।
ঈদ পুনর্মিলনীতে অংশ নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দীপঙ্কর সরকার বলেন, আজকে এই অনুষ্ঠানে এসে পুরনো বন্ধু, ভার্সিটির সিনিয়র-জুনিয়র অনেকের সঙ্গে দেখা হলো। অনেক স্মৃতি মনে পড়ছে। এমন আয়োজন সত্যিই আমাদের জন্য বিশেষ কিছু।
আরেক প্রাক্তন শিক্ষার্থী নাদরান তালহা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আমরা অনেকে বিভিন্ন কর্মে নিয়োজিত আছি। কারো সাথে কারো তেমন দেখা-সাক্ষাৎ নেই। আজকের এই আয়োজনে নবীন ও প্রবীণদের একসঙ্গে পেয়ে দারুণ লাগছে। এই আয়োজন আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে।
পীরগাছা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান নয়ন জানান, পীরগাছা থেকে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বা যারা ভর্তি হতে চায়, তাদের সহায়তায় আমরা সর্বদা প্রস্তুত। আজকের এই মিলনমেলা নতুন ও পুরোনোদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে। পরে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।