স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছায় সেনাবাহিনী অভিযানে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ রাতে উপজেলার চৌধুরানী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট ২ কেজি ১৯০গ্ৰাম গাঁজা, ৩টি মোবাইল ফোন, নগদ ২৫৫০টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী শ্রী দিল্পি চদ্র রায় (৪৫) ওই ইউনিয়নের সুবিদ গ্রামের সুরেন চন্দ্র রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ৩০ ইস্টবেঙ্গল অধিন্ত পীরগাছা সেনা ক্যাম্পের একটি চৌকশ টহল দল চৌধুরানী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে পীরগাছা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।