ঢাকাSaturday , 1 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় হঠাৎ শিয়ালর কামড়ে আহত-৫, এলাকায় আতংক

admin
March 1, 2025 8:19 am
Link Copied!


স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছায় একদিনে শিয়ালের কামড়ে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বড়পানসিয়া সর্দারপাড়া ও অনন্তরাম আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হলেন- বড়পানসিয়া সর্দারপাড়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম, মৃত মনছুর আলীর ছেলে নজরুল ইসলাম, মুকুল মিয়ার মেয়ে মিথিলা আক্তার, মৃত আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন ও অনন্তরাম আমবাড়ী গ্রামের মৃত আব্দুল এর মেয়ে রাবেয়া বেগম।
সরেজমিনে শুক্রবার রাত ১০টার দিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন মর্জিনা বেগম। তার ডান পা ব্যান্ডেজ করা। শিয়াল তার ডান পায়ের হাটুর নিচে কামড়ে মাংশ ছিড়ে নিয়েছে।
এ সময় মর্জিনা বেগম জানান, তিনি সন্ধ্যার দিকে বাড়ির আঙ্গিনায় রান্না করছিলেন। এ সময় কোথা থেকে যেন একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে শিয়ালের হাত থেকে তাকে উদ্ধার করে।
পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাঈদী বলেন, হঠাৎ করে একদিনে এতগুলো শিয়ালের আক্রমণে আহত রোগী তিনি ইতিপূর্বে পাননি। আহতদের হাসপাতালের পক্ষ থেকে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।