প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৫, ৬:০৮ পি.এম
পীরগাছায় হিতৈষী’র উদ্যোগে ৩০০ জন এতিম-দুস্থ শিশুকে ঈদের নতুন জামা উপহার

(মোস্তাফিজার রহমান, স্টাফ রিপোর্টার:)
নাহিদ ইসলাম। বয়স মাত্র ৬ বছর। তার মা সাবিনা বেগম ছিলেন মানসিক প্রতিবন্ধী। এক মাস আগে আগুনে পুড়ে মারা যান তিনি। নাহিদের বাবা দীর্ঘদিন ধরে তাদের কোনো খোঁজ রাখেন না। ফলে ছোট থেকেই সে নানার বাড়িতে বড় হচ্ছে। রাত পোহালেই ঈদ, কিন্তু নাহিদের হতদরিদ্র নানা তার জন্য নতুন জামা কিনে দিতে পারেননি।
এই খবর জানতে পেরে রোববার (৩০ মার্চ) রাতে নাহিদের দরজায় হাজির হন এক যুবক, হাতে নতুন জামা। তিনি হলেন দেলোয়ার হোসেন সুমন, স্বেচ্ছাসেবী সংগঠন হিতৈষী-এর সভাপতি। শুধু নাহিদ নয়, গত দু’দিন ধরে রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তার মতো প্রায় ৩০০ এতিম ও দুঃস্থ শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দিয়েছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সুমন বলেন, ঈদ মানেই আনন্দ, কিন্তু সমাজের কিছু শিশু দারিদ্র্যের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মুখে হাসি ফোটাতে আমরা প্রতি বছর এই আয়োজন করি। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা করব।
এর আগে শনিবার রাতে নতুন জামা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম। তিনি বলেন, হিতৈষী সংগঠন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি এতিম ও দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।
নতুন জামা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নাহিদ। সে বলে, আমি কখনো ভাবিনি ঈদে নতুন জামা পাবো। জামা পেয়ে আমি খুব খুশি।
সংগঠনটির এ মহতী উদ্যোগে স্থানীয়রা প্রশংসা জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025