প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ২:১১ পি.এম
পীরগাছায় অগ্নিকান্ডে পুড়লো দিনমজুরের বসতবাড়ি ও গরু-ছাগল

মোস্তাফিজার রহমান, স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছায় অগ্নিকান্ডে গরুর শেডে আগুন লেগে এক দিনমজুরের আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ৮টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়ন পূর্ব ব্রাহ্মনীকুন্ডা মল্লিকপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই দিনমজুরের নাম আবু বক্কর সিদ্দিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিকের পুত্রবধু সেলিনা বেগম বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার সময় টের পান তাদের গরুর শেডে আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন ও আশেপাশের মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে গরুর ঘরে পাটকাঠি থাকায় আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়। ফলে আগুন নেভাতে নেভাতেই গরুর শেডে থাকা ২টি গরু, ২টি ছাগল, হাঁস-মুরগি পুড়ে মারা যায়। এ সময় ওই দিনমজুরের গরুর শেডসহ রান্না ঘর, বিভিন্ন মালামার পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
স্থানীয়দের ধারনা, গরুর ঘরের মশা তাড়ানোর তূষের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। আবার অনেকেই বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়তো আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পীরগাছার স্টেশন অফিসার মো. আল-আমিন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025