স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছা উপজেলা এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার উপজেলার দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি আনন্দ র্যালি বের করা হয়।
মো:নুরনবীর সভাপতিত্বে এবং পীরগাছা উপজেলা সদস্য সচিব জনাব রতন গাজীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, এবি পার্টির পীরগাছা উপজেলার আহব্বায়ক ইমরান বাদশাহ্, শামীম হাসান, শাহাদাত হোসেন শাপলা, নুরনবী মিয়া সহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসকাভারী প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান রবিউল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এখন সময় এসেছে এবি পার্টিকে মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়ার। কারণ, রাষ্ট্রকে ফিরিয়ে দিতে হবে তাঁর মালিকের কাছে। এই রাষ্ট্র এখনও লুটেরাদের কাছেই জিম্মি।আলোচনা সভা শেষে দেউতি কলেজ গেইট থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়।র্যালিটি মেইন রোড দিয়ে বাজারের পূর্ব দিকে অগ্রসর হয়।এরপর বাজারের বটতলা রোড হয়ে মসজিদ রোড দিয়ে কলেজ গেইটে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক