প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:৪১ এ.এম
পীরগাছায় চাল বোঝাই ট্রলির এক্সেল ভেঙ্গে চালকের মর্মান্তিক মৃত্যু

(মো: তাজরুল ইসলাম)
রংপুরের পীরগাছায় চাল বোঝাই ট্রলির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ চাপায় চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে তিন টায় উপজেলার সুখানপুকুর (কুকড়া ভাঙ্গা) ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক নয়ন মিয়া (৩৫) উপজেলার ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, আজ রোববার বিকেলে উপজেলা খাদ্য গুদাম থেকে ইটাকুমারী ইউনিয়নের ডিলার আব্দুর রাজ্জাক এর খাদ্য বান্ধব কর্মসূচী চাল নিয়ে যাওয়ার প্রাক্কালে ওই স্থানে পৌছিলে হঠাৎ ট্রলির পিছনের দুই চাকার মধ্যে এক্সেল ভেঙ্গে যায়। এসময় ট্রলি উল্টে গিয়ে একটি গাছে সাথে ধাক্কা লাগে। এতে চালক নয়ন মিয়া ট্রলি এবং গাছে মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। নিহতের পিতা আব্দুল ওয়াহেদ মিয়া বলেন, নয়ন আমার একমাত্র ছেলে। নিহত নয়নের দুটি ছেলে সন্তান রয়েছে। দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে। আমার কোন অভিযোগ নাই।
এ বিষয়ে পীরগাছা থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025