প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১:২৭ পি.এম
পীরগাছায় বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

(তাজরুল ইসলাম)
রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুলাল (চার পাইকরের তল) নামক গ্রামের ওই যুবকের বাড়ির পাশে থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফারুক হোসেন ওই গ্রামের নজির হোসেনের ছেলে। তবে রহস্যজনক এ মৃত্যুকে ঘিরে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ বলছে, ছেলেটি মাদকাক্ত, কেউ বলছে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
নিহতের স্ত্রী শান্তনা বেগম জানান, গত শুক্রবার রাতে ফারুক হোসেন বাড়িতে খরচপাতি রেখে বাজারে যাওয়ার কথা বলে চলে যান। রাতে আর ফিরে আসেননি। আজ শনিবার সকাল ৭ টার দিকে স্থানীয় লোকজন তার বাড়ির পাশে একটি বাগানে তার মরদেহ উপর হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পীরগাছা থানা পুলিশ মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহ উদ্ধারের সময় তার পড়নে লুঙ্গির নিচে থাকা একটি হাফ প্যান্ট খোলা অবস্থায় পাওয়া গেছে। নিহত ফারুক হোসেন দিনমজুরের কাজ করতো। তার দুই ছেলে রয়েছে। স্ত্রী আবারো অন্ত:সত্ত্বা।
নিহতের পিতা নজির হোসেন বলেন, কি থেকে কি হলো, আমরা বুঝতে পারছি না। তার সাথে কারো ঝামেলা হয়েছে কিনা না জানি না।
এ ব্যাপারে পীরগাছা থানার এসআই নজরুল ইসলাম বলেন, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর কোন আলামত পাওয়া গেলে সে ভাবে ব্যবস্থা নেয়া হবে। আপাতত এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025