মোঃ রফিকুল ইসলাম লাভলু নিজস্ব প্রতিবেদক:-রংপুরের পীরগাছায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার
রংপুরের পীরগাছায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী।
এর আগে গত শুক্রবার বিকেল ৪ টায় ঢাকার সাভার থানা এলাকার এক অটো স্ট্যান্ড থেকে র্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পীরগাছা থানার এসআই রফিকুল ইসলাম।
গ্রেফতারকৃত আব্দুর রশীদ (৪৫) কাউনিয়া থানার হরিচরণ লস্কর (বালাপাড়া) এলাকার মেহের আলীর পুত্র।বৈবাহিক সূত্রে পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামে গত দশ বছর থেকে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছে।
থানার মামলা সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার অনন্দা নগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের এক কৃষকের মাদ্রাসা পড়ুয়া কন্যাকে বাড়িতে রেখে তার পিতা ও মাতা কাজে যায়। ঘটনার দিন গত ২২ এপ্রিল দুপুরে ওই মাদ্রাসা ছাত্রীকে বাড়িতে একাকী পেয়ে যৌন লালসা মিটানোর কু প্রস্তাব দেন প্রতিবেশী আব্দুর রশিদ। ওই ছাত্রী এতে রাজী না হলে জোর পূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মাদ্রাসা শিক্ষার্থী চিৎকার দিলে প্রতিবেশিরা এসে ধর্ষক কে আটকানোর চেষ্টা করলে ধর্ষক পালিয়ে যায়। পরে মাদ্রাসা ছাত্রী মা কুলছুম বেগম বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করে। তারপর থেকেই ধর্ষক পলাতক ছিলো।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ঢাকার সাভার থেকে ধর্ষককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক