প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১:৫১ পি.এম
পীরগাছায় মোবাইলে ডেকে নিয়ে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

(স্টাফ রিপোর্টার)
রংপুরের পীরগাছা উপজেলার নেকমামুদ বাজারের খাদ্য ব্যবসায়ী আব্দুর রহমান ওরফে দুলাল ব্যপারীর উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ৪/৫টি মোটরসাইকেল যোগে ওই ব্যবসায়ীর বাড়ির সামনের রাস্তায় যায় এবং ব্যবসায়ী আব্দুল রহমান ওরফে দুলাল ব্যপারীকে জরুরী কথা বলার জন্য মোবাইল ফোনে কল করে ডেকে নেয়। এরপর সন্ত্রাসীরা লোহার রড ও হকিষ্টিক দিয়ে এলোপাথারীভাবে মারপিট করতে থাকে। এসময় সন্ত্রাসীদের হইহুল্লোর শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযোগে জানা যায়, ব্যবসায়ী আব্দুর রহমান ওরফে দুলাল ব্যপারী দীর্ঘ দিন থেকে স্থানীয় নেকমামুদ বাজারে সুনামের সাথে খাদ্য ব্যবসা করে আসছেন। পারিবারিক বা ব্যবসায়িক কারনে তার সাথে কারো কোন শত্রুতা না থাকলেও হঠাৎ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ০১৭৫৫৪৭০১৪০ নম্বর মোবাইল ফোন থেকে ব্যবসায়ী আব্দুর রহমান ওরফে দুলাল ব্যপারীকে অজ্ঞাত ব্যক্তি কল করে বলে, তার সাথে জরুরী কথা আছে এবং তাকে বাড়ির বাহিরে ডাকলে তিনি সরল বিশ্বাসে বাড়ির গেট খুলে সামনের রাস্তায় আসেন। তখন সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অপরিচিত ১০/১২ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়।
সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী আব্দুর রহমান ওরফে দুলাল ব্যপারী বলেন, সন্ত্রাসীদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি তার পরিচিত নয় এবং তিনি হামলাকারীদের চিনতে পারেননি।
পীরগাছা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নাহিদ হোসেন বলেন, বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025