প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:১৮ এ.এম
পীরগাছায় সমাজসেবক নজির হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছা উপজেলার নেকমামুদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম নজির হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) মরহুমের পরিবারের উদ্যোগে জুমার নামাজের পর গোলাম রহমান কলেজ মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে কোরআন খতম অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুম নজির হোসেনের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়ার পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে মরহুমের আত্মীয়-স্বজন, গ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত পাঁচ হাজার মানুষ অংশ নেন।
মরহুম নজির হোসেনের বড় ছেলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালক গোলাম রহমান বাবু বলেন, "আমার বাবা একজন সৎ, পরোপকারী ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তার জীবনের আদর্শ ও সমাজসেবার চেতনা আমাদের জন্য প্রেরণা। আমরা পরিবারের পক্ষ থেকে সবার কাছে বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আবেদন করছি। আজকে এত মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা শ্রদ্ধাভাজন ছিলেন – এজন্য আমরা সবার নিকট কৃতজ্ঞ।"
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025