প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৬:২০ পি.এম
পীরগাছা উপজেলা এবি পাটির কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ইমরান বাদশাকে আহবায়ক এবং রতন গাজীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)পীরগাছা উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ২৭ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার পীরগাছা উপজেলা এবি পার্টির উদ্যোগে রংপুর জেলা প্রচার সম্পাদক নাদরান তালহা আল হাদীর সভাপতিত্বে এবং রতন গাজীর সঞ্চালনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,রংপুর জেলা আহবায়ক,মিঠাপুকুর উপজেলার সাবেক জনপ্রিয় ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মারজান। তিনি বলেন আমরা রাষ্ট্রের মালিকানা প্রকৃত মালিক জনগনকে বুঝিয়ে দিতে চাই।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ:সাংস্কৃতিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব জনাব এনামুল হক,তিনি বলেন আগামীর বাংলাদেশ বিনির্মানে এবি পার্টির অগ্রনী ভুমিকা থাকবে,মাত্র ৪ বছরে এবি পার্টি গন মানুষের দল হিসেবে গোটা বাংলাদেশে পরিচিত হয়েছে এই ধারাবাহিকতা বজায় রাখলে অতিশিগ্গরই এবি পার্টি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ।বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা যুগ্ম আহবায়ক জনাব আক্তারুজ্জামান শাহীন বলেন,যদি বাংলাদেশ কে একটি কল্যানরাষ্ট্র হিসেবে দেখতে চান তাহলে দলে দলে এবি পার্টির পতাকাতলে আসুন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রংপুর জেলা যুগ্ম সদস্য সচিব জনাব দেলোয়ার হোসেন,রংপুর জেলা সহকারী সদস্য সচিব মুসলিম উদ্দিন,রংপুর জেলা যুব পার্টির আহবায়ক জনাব মেহেদী হাসান, পীরগাছা উপজেলা সংগঠক এডভোকেট শাহ আলম,উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা সংগঠক স্বপন আহমেদ,ইয়াছিন আলী,শামীম হাসান।এরপর ইমরান বাদশা কে আহবায়ক এবং রতন গাজী কে সদস্য সচিব করে পীরগাছা উপজেলা কমিটি ঘোষণা করা হয় এবং সবশেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় কৃষি সহ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান রন্জু।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025