প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ২:৩৩ পি.এম
পীরগাছা থানা পুলিশের অভিযানে ৪ জুয়ারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছা থানা পুলিশের অভিযানে ৪ জুয়ারিকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। মঙ্গলবার ( ১৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের দূর্গাচরণ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার শরীফ সুন্দর (উত্তরপাড়া) এলাকার আব্দুস সামাদ মিয়ার ছেলে মমিন মিয়া(৪০),দূর্গাচরণ এলাকার ওমর আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৪),হাছেন আলীর ছেলে শহিদুল ইসলাম, সালদার হোসেনের ছেলে ফজলু হোসেন(৩৫)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাহিদ হোসেন বলেন, ১৬ এপ্রিল পীরগাছা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল পীরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাতে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের দূর্গাচরণ এলাকা থেকে ৪ জন জুয়ারিকে গ্রেপ্তার করে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এবিষয়ে পীরগাছা থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং -২৪,জি.আর-১০৮/২৫, তাং- ১৬/০৪/২০২৫, এছাড়াও চলতি মাসে উপজেলার মহিষমুরি, তালুক ইষাদ ও ইটাকুমারী এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০ জন জুয়ারি কে চারটি পৃথক পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়ার অভিযান পরিচালনা করার সময় যারা পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পীরগাছা থানা পুলিশের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025