স্টাফ রিপোর্টার:-রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় বিদ্যালয় গান ও ড্রিল পরিবেশন শেষে অতিথিবৃন্দ তারুণ্যের উৎসবে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় শিক্ষক বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, আইটিসি কর্মকর্তা আফসানা রহমান, তথ্যসেবা কর্মকর্তা প্রিয়াংকা ব্যানার্জী, পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার, ছাত্র প্রতিনিধি সোহেল তানভীর। অনুষ্ঠানে ১৯ ধরনের খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীগণের মাঝে ৮৯টি পুরষ্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক