পীরগাছা রংপুর প্রতিনিধি:-রংপুরজেলাধীন পীরগাছা উপজেলার ৯ নং কান্দি ইউনিয়নের পূর্ব পাঠকশিকড় গ্রামের মৃত্যু আকবার আলী ছেলে সাজু মিয়া পুকুরে কে বা কাহারা রাতের আঁধারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মন দুয়েক মাছ মেরে ফেলেন।
ভুক্তভোগী দাবি দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুদের জেরে এলাকাবাসীর কে বা কাহারা আমার পুকুরে এসে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মাছ মেরে ফেলেন ফলে পীরগাছা থানায় একটি সাধারন ডায়েরি করেন। তিনি আরো বলেন এ পুকুরটির মাছ আমার ছোট ভাই বাবলু মিয়া দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন এ সময় বাবলু মিয়ার স্ত্রী শাহিনা বেগম বলেন আমি ফজরের নামাজের পরে পুকুরে কেউ একজনকে হাত ধুতে শব্দ পাই, কাছে গেতেই সেখান থেকে চলে যায় তাকে চিনতে পারিনি।
শাহিনা বেগম আরো বলেন এই মাছ বিক্রি করে আমার মেয়ের বিয়ে দিতাম কিন্তু কে বা কাহারা আমাদের এই পুকুরে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে দুই মনেরও বেশি মাছ নষ্ট করে দেয় তাই প্রশাসনের নিকট আমরা এর সঠিক তদন্ত দাবি করছি।
এবং বাকি মাছগুলো আমরা ও স্বল্পমূল্যে বিক্রয় করতে বাধ্য হয়েছি এতে আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।