নড়াইল প্রতিনিধি:নড়াইল জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে পূর্বের একটি মামলার জের ধরে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন নিহতের মা মোছাঃ ফাতেমা বেগম। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদি ও এজাহার সূত্রে জানা গেছে, ফাতেমার
ছেলে রফিকুল ইসলাম গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখ রাতে লোহাগড়া থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আর ফিরে আসেননি। পরদিন ২৯ এপ্রিল সকালে খবর পেয়ে স্বজনরা রিকাইল শেখের বসত বাড়ির রান্না ঘরের পেছনে রফিকুলের মৃতদেহ উদ্ধার করে।
মরদেহের কপালের ডান পাশে গভীর আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখমের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার উপর ফেলে রাখা ছিল।
এজাহারে আরো বলা হয়, ফাতেমা বেগম পূর্বে কালিয়া থানায় একটি লুটপাট ও অগ্নিসংযোগের মামলা দায়ের করেন (মামলা নং ২২, তারিখ: ২৭/০৪/২০২৫)। সেই মামলার আসামিরা প্রাণনাশের হুমকি দেন ফাতেমা বেগম কে।নতুন এজাহারে তিনি উল্লেখ করেন, স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী-ঘটনার রাতে মোট ১৫ জন চিহ্নিত আসামী এবং অজ্ঞাত ৮-১০ জন দেশীয় অস্ত্রসহ তার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং রান্না ঘরের পেছনে ফেলে রাখেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক