ঢাকাTuesday , 8 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে নৃশংসতম গণহত্যার প্রতিবাদে তেঁতুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

admin
April 8, 2025 12:21 pm
Link Copied!

মিজানুর রহমান মিন্টু (পঞ্চগড় জেলা) প্রতিনিধি:

তেতুলিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলর বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮এপ্রিল) তেঁতুলিয়া সরকারি কলেজ ছাত্রদল ও ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভজনপুর বাজার গোল চত্ত্বরে এসে শেষ হয়।

ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা সাবেক ছাত্রনেতা হামিদুল হাসান লাবু,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, আবু বক্কর সিদ্দিক সবুজ,তেঁতুলিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমন,সদস্য সচিব আদনান, ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব মো শাকিল সহ খালেদা জিয়া বালিকা দি-মুখী উচ্চ বিদ্যালয় ছাত্রীগন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরোও বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।

তেঁতুলিয়া তথা বাংলাদেশ থেকে ইসরাইলের পণ্য সমূহ বয়কট করে দোকান দারদের কেউ তাদের পণ্য বিক্রি করা থেকে বিরত থাকার আহবান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।