আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে থানার মামলা নং-১৪, তাং-১৬/৩/২৪ ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ মূলে চুরি যাওয়া একটি গরু চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ী ভোল্ট কাটার সহ আন্তঃ জেলা গরু চোর চক্রের ৬ (ছয়) সদস্যকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছালেক আকন্দ ওরফে মালেক (৪৯) সাজেদুল ইসলাম সবুজ আকন্দ(২৬) মোস্তফা কামাল (৩০), তোজাম্মেল হক ওরফে তোজা (৩৮) মিনারুল ইসলাম (৩০) রেজাউল করিম (৪২)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা এবং গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান রোকন বলেন, একটি গরু, চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ী, ভোল্ট কাটার সহ আন্তঃ জেলা গরু চোর চক্রের ৬ (ছয়) সদস্যকে গ্রেপ্তার পূর্বক সোমবার ১৭ মার্চ ২৫ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলায় সকল ধরনের অপরাধমূলক কাজ বন্ধে অভিযান অব্যাহত
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।