প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১:৪২ পি.এম
ফ্যাসিস্ট পতনের পর দেশে সকল ধর্মের মানুষ স্বাধীন ভাবে ধর্মীয় উৎসব পালন করছে – আমিরুল ইসলাম কাগজী

মানছুর রহমান জাহিদ,নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই আগষ্ট আন্দোলনে ফাসিষ্ট সরকারের পতনের পর সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালণ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোষররা নানামুখী চক্রান্ত করেছিল। কিন্তু সরকার ও জাতীয়তাবাদী শক্তির সম্মিলিত প্রচেষ্টায় সেসব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।
সোমবার বেলা ১১ টায় খুলনার পাইকগাছার সুরিখালী মন্দিরে মাস ব্যাপী চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিব ঠাকুরের স্নান উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি দেবব্রত মন্ডল। উপজেলার গড়ইখালী ইউনিয়নের শুড়িখালীস্থ রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠানে খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার সনাতনী ধর্মের ভক্তানুরাগীরা উপস্থিত ছিলেন। সম্পাদক পঙ্কজ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজয় রায় মন্ডল, রঞ্জিত রায়, শিব বিকাশ মন্ডল, সুকুমার মন্ডল, রমেশ মন্ডল প্রমুখ।
এর পুর্বে সকাল ১০ টায় চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, চান্নির চক মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক ও গড়ইখালী শহীদ আয়ুব- মুছা কলেজে শিক্ষকদের সাথে পৃথক পৃথক অনুষ্ঠানে মতবিনিময় করেন আমিরুল ইসলাম কাগজী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025