প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ২:১৯ পি.এম
বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় স্বাস্থ্য কর্মী গ্রেফতার
ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি:
রংপুরে বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় কমিউনিটি ক্লিনিকে এক স্বাস্থ্য কর্মীকে আটক করেছে পুলিশ।রবিবার ১৬ মার্চ তাকে পৌরশহর সাহাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মশিউর রহমান। তিনি কালুপাড়া ইউনিয়ন জামুবাড়ি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত।
বাদী অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, গত চার বছর আগে ২৭/৪/২১ তারাগঞ্জে আনিছুল হক নামে এক ব্যাক্তি ব্যাবসায়ী লেনদেন জন্য মশিউর কাছে পাওনা ১লক্ষ টাকা ৬০ হাজার টাকার জন্য আনিছুল হককে একটি চেক দেন।পরবর্তীতে পাওনাদার আনিছুল হক ঐ চেক ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।এরপর আনিছুল হক বাদী হয়ে তারা গঞ্জে আমলি আদালতে মশিউর রহমান নামে নালীশি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বাদী রংপুর চিফজুডিশিয়াল আদালতে মশিউর রহমান নামে চেক ডিজঅনার মামলা করেন।মামলায় ২০২৪ সালে ১৫ নভেম্বর মশিউর রহমান কে গ্রেফতার করেন বদরগঞ্জ থানা পুলিশ। সাত দিন সাজা খেটে মশিউর জামিনে মুক্ত হয়।কিন্তুু বাদী সমুদুয় টাকা পরবর্তীতে পরিশোধ করে নি মশিউর রহমান। গত একসপ্তাহ আগে রংপুর চিফজুডিশিয়াল আদালত আবারও মশিউর রহমান নামে গ্রেফতারি ওয়ারেন্ট জারি হয়।
বদরগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: আশেকুল আরেফিন বলেন,বিষয়টি আদালতের। তাই তার বিষয়ে আমার কোন মন্তব্য নেই।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন,চেক ডিজঅনার মামলায় আটক মশিউর রহমান কে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025