ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে বাড়ির মূল ফটকের বিপরীতে পাকা প্রাচীর নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রেখেছেন, অসহায় এক কৃষক পরিবারকে। স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের লোককে গ্রামে সালিশি বৈঠক মীমাংসার জন্য একাধিকবার বৈঠক সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এলাকার মান্যগণ্য ব্যক্তিগণ। এ ঘটনায় বাড়ির মালিক আব্দুল মান্নান মিয়া বাদী হয়ে মাস দুয়েক আগে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রথমে অস্থায়ীভাবে গত খনন ও বাসের বেড়া দিয়ে বেরিকেট দিলে বাদী থানায় অভিযোগ দেওয়ার পর ক্ষিপ্ত হয়ে সাম্প্রতিককালে রাস্তাটি ফাঁকা প্রাচীর নির্মাণ করে, স্থায়ীভাবে বন্ধ করে দেন। বিবাদী প্রভাব শালী আব্দুল হাকিম মিয়া এই অমানবিক ঘটনাটি ঘটেছে। উপজেলা লোয়ানী পাড়া ইউনিয়নের বহুদিপুর পলিপারা কাল্টুপাড়া গ্রাম এলাকায় দুই মাস আগে থানায় অভিযোগ দিলেও এখন অবাধি কোন সঠিক সমাধান পাননি বালির মালিক অসহায় মান্নান পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী আব্দুল হাকিম মিয়া ভুক্তভোগী মান্নান মিয়ার বিমাতা ছোট ভাই। ক্ষুদ্র বিষয় কে কেন্দ্র করে পারিবারিক কলহের জেদ ধরে মান্নান মিয়ার মূল দরজার সামনে গর্ত করে রাখে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে দাঙ্গা-হাঙ্গামার শিকার হন তিনি। মান্নান মিয়ার শুধু দুইটি কন্যা সন্তান তার কোন ছেলে সন্তান না থাকায় জন বলে পূর্তিপক্ষের শক্তির সাথে পেরে উঠতে পারছে না তিনি। আর এই অসহায় দের সুযোগ নিয়ে রাস্তা ও জমি তার দখলে নেয়ার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ উল্লেখ করেন। ভুক্তভোগী আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, আমার বাড়ির সামনে এই রাস্তা দিয়ে বাপ-দাদার আমল থেকে আমরা যাতায়াত করছি। আর এটা সরকারি রাস্তা আমার ছেলে সন্তান নেই আমার মাত্র দুইটি কন্যা সন্তান। তাই আমার ঘরবাড়ি দখলের উদ্দেশ্যে আমার বিমাতা ভাই হাকিম মিয়া আমার উপর অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছে। আমি এই সমস্যার স্থায়ী সমাধান চাই, আমার যাতায়াতের রাস্তা বন্ধ করে বন্ধ করে দেওয়া আমি এখন আমার বাড়ি ছেড়ে আমার মেয়ে জামাই এর বাড়িতে আশ্রয় নিয়েছি। ২৮ শে ফেব্রুয়ারি শুক্রবার সরে জমিনে গেলে মূল ফটকের বিপরীতে পাকা প্রাচীন নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করার সততা প্রমাণ মিলেছে। এ ব্যাপারে আব্দুল হাকিম সাংবাদিকদের জানান, আমার জমিতে প্রাচীর নির্মাণ করেছি। আরো করার কিছু থাকলে আমার কিছু যায় আসে না। আমি ন্যায় পথে আছি।