প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৪:৫৬ পি.এম
বদরগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ভিডিও করায় সাংবাদিক লাঞ্ছিত

ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ প্রতিনিধি:-
রংপুরেরবদরগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে (ভিজিএফ) চাল বিতরণকালীন সমন্বয়কদের সহায়তায় ওজনে এক কেজি চাল কম দেওয়ার ঘটনা ভিডিও ও ফেসবুকে লাইভ করায় সাংবাদিকের উপর হামলা। সোমবার (২৪ মার্চ) বিকালে মধুপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বদরগঞ্জ উপজেলায় একযোগে ১০টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপের সোমবার ৬ টি ইউনিয়ন পরিষদে ঈদ উল ফিতর উপলক্ষে (ভিজিএফ) চাল জনপ্রতি ১০ কেজি করে বিতরণ শুরু হয়েছে।
আরও জানা যায়, সাংবাদিক মাহাবুব রহমান বিপ্লব পেশাগত কাজে বিষ্ণুপুর, রামনাথপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে মধুপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ দেখতে যান।

এ সময় ওই ইউনিয়নের একাধিক জনসাধারণ সাংবাদিকের কাছে অভিযোগ করেন ওজনে চাল কম দেওয়া হচ্ছে কিন্তু স্থানীয় ৬/৭ সমন্বয়ক নামধারী পরিচয়ে চাল বিতরণে দায়িত্বে থাকায় কেউ ভয়ে মুখ খুলতে পারতেছেন না। ভুক্তভোগীদের কথা অনুযায়ী সাংবাদিক বিপ্লব সরকার তার ফেসবুক আইডি তে সরাসরি লাইভে গিয়ে ওজন সহ চাল বিতরণের দৃশ্য তুলে ধরেন। এ সময় একাধিক উপকারভোগীর চাল পুণরায় ওজনে এককেজি করে কম পাওয়া যায়।
এনিয়ে দায়িত্বরত সমন্বয়করা পরিষদে সাংবাদিককে ঘিরে ধরে বলেন, এখানে আমরা সকাল থেকে দায়িত্বে রয়েছি, আপনি যে লাইভ করেছেন এতে আমাদের দুর্নাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, এমতাবস্থায় তাদের উস্কানিতে এক শ্রেনীর লোকজন সাংবাদিকের উপর হামলা করে। পরে দুই একজন সমন্বয়ক সাংবাদিকের পক্ষ নিয়ে তাকে উদ্ধারে এগিয়ে আসেন। এ সময় ছাত্র সমন্বয়ক ও তাদের লোকজন সাংবাদিক কে ভুল স্বীকার করে পুণরায় তাদের পক্ষে ফেসবুকে লাইভ করতে বাধ্য করেন। সেই সঙ্গে এককেজি করে চাল কম দেওয়ার আলামতের ভিডিও ফেসবুক আইডি থেকে ডিলিট করার জন্য সাংবাদিককে হুমকি ও চাপ প্রয়োগ করা হয়।
এ বিষয়ে মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম ভুট্টু জানান, ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণে আমি উপস্থিত ছিলেন না, তিনি জানিয়েছেন চাল বিতরণ দায়িত্ব ছাত্র সমন্বয়ক ও পরিষদের প্যানেল চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও সহ পিআইও কে মোবাইল করা হলে রিসিভ না করায় কোন মন্তব্য জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025