ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরে বদরগঞ্জে উপজেলা মিজানুর নামে এক মসজিদের ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কৃষকদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ঐ নেতার নাম আশিকুর রহমান রানা।তিনি নিজেকে উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হিসেবে দাবি করছেন।উপজেলা দামোদরপুর ইউনিয়ন তালুকদামোদরপুর চানকুঠি গ্রামের গিয়াসউদ্দিন ছেলে তিনি। শেখেরহাট বাজারে গত ৩ জানুয়ারি এ ঘটনা ঘটে। এ ঘটনার পরের দিন মিজানুর রহমান বাদী হয়ে থানায় দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।কিন্তু ঘটনা দুই মাস অতিবাহিত হলেও পুলিশ টাকা উদ্ধার তো দূরের কথা ঐ নেতার সামনে যেতে পারেনি। ভুক্তভোগী মিজানুর রহমান এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ ও ঘটনাস্থলে যেয়ে জানা যায়, ঘটনার দিনে মিজানুর রহমান রংপুরের ভবানীপুর এলাকায় মসজিদের ইমামতি করার জন্য নিজ গ্রাম দামোদরপুর ইন্দ্রা পাড়া গ্রাম থেকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।পথে শেখের হাট বাজারে নামক জায়গায় মোটরসাইকেল পথ রোধ করেন আশিকুর রহমান ও সোহাগমিয়া।এসময় মিজানুর রহমান
কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করেন আশিকুর।তিনি টাকা দিতে না চাইলে ঘটনাস্হলে বিবাদী দুজন মিলে ইমামকে মারধর করে তার পাঞ্জাবি পকেটে থাকা ১৭হাজার টাকা কেড়ে নিয়ে চলে যায়।
স্হানীয় মুদি দোকানী সেলিম মিয়া বলেন, ঘটনা আমার দোকান কিছুটা সামনে। মিজানুর রহমান নামে ঐ ইমামের মোটরসাইকেল আটকিয়ে এরা দু'জন কিছু একটা বলছে।এক পর্যায়ে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়।
স্হানীয় মসজিদের ইমাম আইয়ুব আলী বলেন, ঘটনাটি সত্যি ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে ঘটনা। আমরা প্রশাসন কাছে এর বিচার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কৃষকদল নেতা আশিকুর রহমান রানার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলে কোন সাড়া পাওয়া যায় নি।
বদরগঞ্জ থানার এসআই চিন্ময় রায় বলেন, ঘটনার কিছুটা প্রমান পেয়েছি। আমি আশিকুর রহমান রানাকে কে মুঠোফোন কয়েকদফা থানায় ডেকেছিলাম।কিন্তু সে আসেনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক