ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বড়দের বিবাদের জেরে মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ইটের টুকরো দিয়ে মারধর।এতে শিশুটির কপালে নিচের অংশ থেথলে যায়।শিশুটির মা পলি রানি বাধা দিলে তাকেও বেদম মারধর করেন অভিযুক্তরা।এতে তিনি কানেও আঘাত পান।পরে আহত শিশুটিকে তার বাবা দ্রুত মোটরসাইকেল যোগে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।চিকিৎসক তাকে কপালের নিচের অংশে দুটি সেলাই দেন।পাশাপাশি পলি রানিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখার পরামর্শ দেন। এমন অমানবিক ঘটনা ঘটেছে গত ২৭ এপ্রিল সোমবার সকালে রংপুরে বদরগঞ্জে গোপিনাথপুর ইউনিয়ন কামারপাড়া গ্রামে।এ ঘটনায় রবি মহন্ত থানায় ঘটনার মূল অভিযুক্ত সুবল মিন্ত কে প্রধান করে ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও ভুক্তভোগী রবি মহন্ত পরিবার এখনো সুস্থ বিচার পায়নি।
উল্টো রবি মহন্তের পরিবারকে হেনস্তা করার জন্য প্রতিপক্ষ সুবল মহন্ত মিথ্যা,মামলা দায়ের করেন।
থানায় লিখিত অভিযোগ ও ঘটনাস্থলে সরজমিন যেয়ে জানা যায়, রবি মহন্ত ও সুবল মহন্ত আপন ভাই। রবি মহন্ত বাড়ির সামনের পাশে সুবল মহন্ত জমি রয়েছে।ঘটনার দিনে সুবল মহন্ত জমির পাশে নেট জাল দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।পরে বিবাদে যোগ দেন সুবল মহন্তের স্ত্রী রুমা মহন্ত ও তার ছেলে লিপন মহন্ত, মেয়ে পূর্ণিমা মহন্ত।এক পর্যায়ে রবি মহন্ত ছেলের বড় পলি মহন্ত কোলে করে তার সন্তান পৃথ্বিরাজ মহন্ত নিয়ে এগিয়ে আসলে মা ও ছেলেকে সুবল মহন্ত ও তার পরিবারের লোকজন মারধরে করেন।এতে মা ও ছেলে আহত হয়।
নাম প্রকাশ না করার শর্তে কামারপাড়া গ্রামে অন্তত চারজন ব্যাক্তি বলেন,ঘটনাটি সামান্য।নিজেরা সমাধান করতে পারতো। তা না করে সুবল মিথ্যা মামলা দায়ের করে ঘটনাটি আরো বেশি বাড়াল।গ্রামবাসী আরো জানান,সুবল ও তার ছেলে মিলে বড়দের মারধর করতে না পেরে শিশুটিকে নির্দয়ভাবে মেরেছে। এটা তাদের অমানবিক কাজ হয়েছে।
অভিযোগ অস্বীকার করে সুবল মহন্ত বলেন,আমার জমিতে আমি নেট জাল দিতে গেলে আমার ভাই রবি মহন্ত ও তার ছেলে পবিত্র মহন্ত আমাকে মারধর করেন।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই বেলাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি।বাদী বিবাদী দুজনে আপন ভাই। বিষয় টি নিরপেক্ষ তদন্ত করে সমাধানের চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক