ঢাকাTuesday , 13 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বদরগঞ্জে ১৬ বছর পর লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

admin
May 13, 2025 5:14 pm
Link Copied!

 

ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের দীর্ঘ১৬ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
‎ ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে মামুদুজ্জামান সরকার নিপুল সভাপতি, সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ মিয়া ও ইলিয়াছ মিয়া সাধারণ সম্পাদক এবং আবু সুফিয়ান সাংগঠনিক সম্পাদক, আতিকুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎সোমবার ১২ মে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লিটন পারভেজ বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় জেলা বিএনপির সদস্য মঈন উদ্দিন ও রাজিব চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন, সিনিয়র সহ সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। দ্বি-বার্ষিক নির্বাচন মোট ৪শত ৫৯ জন ভোটারের মধ্যে ৪৪২ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

‎ নির্বাচিত প্রার্থীরা বলেন দলের সকল কর্মী বিন্দুদেরকে নিয়ে একসাথে কাজ করে যাবো। এদিকে দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

‎রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু জানান, দলীয় নির্দেশে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় যোগ্য ও পরীক্ষিত নেতা-কর্মী নেতৃত্বে এসেছে। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।