প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:০৪ এ.এম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রেললাইনের রেল ক্লিপসহ চোর আটক

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে রেল ক্লিপ চুরি করে নিয়ে যাওয়ার সময় রাজন (২২) নামে এক যুবক রেলওয়ের নিরাপত্তাকর্মীর হাতে ধরা পড়েছে।
শুক্রবার (১৪ মার্চ ২৫) রাত ৮টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে। রেল ক্লিপগুলো স্কুল ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় ওই চোর হাতেনাতে ধরা পড়ে বলে জানা গেছে।আটককৃত ব্যাক্তি নাম রাজন ময়মনসিংহের কেওয়াটখালী এলাকার বাসিন্দা।
বাকৃবিতে কর্মরত রেলওয়ের গেইটকিপার শাকিল বলেন, ‘আওয়াজ শুনতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে গিয়ে ব্যাগভর্তি রেলক্লিপসহ একজন চোরকে আটক করি। তবে তার দলের বাকি চারজন তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে বাকৃবির পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রাত ৮টা ৪০ মিনিটে রেলক্লিপ চুরি করা ওই চোরকে বাকৃবির পুলিশ ক্যাম্পে আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025