প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:৩৩ পি.এম
বীরগঞ্জে কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত-৪

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জের বাহাদুর বাজারে কুকুরের কামড়ে নারী ও শিশু সহ চারজন আহত হয়েছেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত লোকজন নিরাপদ আশ্রয় ছুটে যেতে দেখা যায়।
আহতরা হলেন উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হিরা মনি গ্রামের মোঃ শামসুল (৭০), একই এলাকার আমার মোখলেসুর রহমান (৫০), ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া এলাকার মোছাঃ আফিয়া বেগম (৬০), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মোঃ বাবু(১২)।
শনিবার বিকেল পাঁচটায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বীরগঞ্জ-দেবীগঞ্জ সীমান্ত এলাকার বাহাদুর বাজারে এই ঘটনা ঘটে।
আহত মোঃ মোখলেছুর রহমান জানান, বিকেলে বাড়ি থেকে নিজ ব্যবসা কেন্দ্র বাহাদুর বাজারে আসা মাত্রই একটি কুকুর আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় আমি আহত অবস্থায় পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করি। পরে কুকুরটির কামড়ে একজন মহিলা ও একজন শিশুসহ মোট চারজন আহত হয়।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মোজাম্মেল হোসেন জানান, আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও পঞ্চগড় হাসপাতালে প্রেরণ করা হয়। বাজারে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকে কুকুরের হামলার শিকার হচ্ছেন। এই বাজারে এর আগে কুকুরের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ মানিক জানান, উচ্চ আদালতের নির্দেশনার কারণে বেওয়ারিশ এবং হিংস্র কুকুরের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ ব্যাহত হচ্ছে। তবে কুকুরের হামলায় আহত হওয়ার বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025