প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৫৪ এ.এম
বীরগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে ১০লিটার দুধ দিয়ে গোসল করলেন সোহাগ

দিনাজপুর প্রতিনিধি
বিবাহিত জীবন সুখের এবং মধুর হয় এমন ধারণা নিয়ে ১৭ মাস পূর্বে সংসার জীবন শুরু করেছিলেন দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর গ্রামের স্লুইসগেট এলাকার সোহাগ ইসলাম (২১) নামে এক যুবক। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই সেই রঙিন স্বপ্ন ফ্যাকাসে হতে শুরু করে। কারণে অকারণে
দাম্পত্যের জীবনে কলহ শুরু হয়। চলমান কলহ চরম আকার ধারণ করে আইন আদালত পর্যন্ত গড়ায়। পরিশেষে গত ২০ এপ্রিল রবিবার দুই পরিবারের সমঝোতায় আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে সংসার জীবনের অবসান ঘটে এবং দাম্পত্য কলহ থেকে মুক্তি লাভ করে সোহাগ ইসলাম। রবিবার বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ করে নিজেকে মুক্তবিহঙ্গ হিসেবে ঘোষণা দিয়ে বাড়িতে ফিরে ১০ লিটার দিয়ে গোসল করেন।
সোহাগ ইসলামের বাবা মোঃ আব্দুর রহিম জানান, তার এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়ের মধ্যে মেয়ে বড় এবং বিবাহিত। ছেলে সোহাগ ইসলাম পৌর শহরের কবি নজরুল উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ১৭মাস পূর্বে পৌর শহরের মাকড়াই গ্রামের শেখ শাহাদাতের মেয়ে শাহিনুর আক্তার (১৯) এর সাথে পরিবারের সম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে মেয়ে এবং তার পরিবারের আচরণগত কারণে পরিবারের অশান্তি বিরাজ করে। এটি নিয়ে অনেক বিচার সালিশ হওয়ার পরও কোন সমাধান হয়নি। এক পর্যায়ে উভয় পরিবারের সিদ্ধান্তে রবিবার কাজী অফিসে গিয়ে ছেলে মেয়ে উভয় উভয়কে তালাক দিয়ে দিয়ে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কেন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন জানতে চাইলে সোহাগ ইসলাম বলেন, পরিবারের সিদ্ধান্তই বিয়ে করেছিলাম। এখন পর্যন্ত কোনো সন্তান না হলেও বিয়ের পর বেশ কিছুদিন সুখেই কাটছিল। কিন্তু কিছু দিন গড়াতে স্ত্রী ও তার পরিবারের আচরণ সংসারে অশান্তি শুরু হয়। অনেক চেষ্টা করেও সমাধান করতে পারিনি। পরিস্থিতি সহ্যকরার সীমা অতিক্রম করায় কঠিন এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। এই মুহূর্তে আর বিয়ে করবেন না এবং অর্থ উপার্জনের লক্ষ্যে।
এদিকে বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসলের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025