ঢাকাSaturday , 15 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

admin
March 15, 2025 5:25 pm
Link Copied!

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় উপজেলা মাস্টারবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী, অটোরিকশা ও বাস কাউন্টার থেকে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

শনিবার (১৫ মার্চ ২০২৫) সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা প্রায় ৩০ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

ভুক্তভোগীরা জানান, মহাসড়কের পাশে দোকান ও বাস কাউন্টার থেকে নিয়মিত দুইশত থেকে পাঁচশত টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। তারই প্রতিবাদে মানববন্ধন শেষে আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

এতে দুইপাশে কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। পরে ভালুকা মডেল থানার পুলিশ ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপ যান চলাচল স্বাভাবিক হয়। এই চাঁদাবাজির অবসান না হলে সামনে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।