ঢাকাSunday , 20 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

admin
April 20, 2025 3:49 pm
Link Copied!

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় খোলা জ্বালানি তেলের দোকানে আগুনে পুড়ে আমির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ এপ্রিল ) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার আমতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আমির হোসেন নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল বারেকের ছেলে। তিনি আমতলী এলাকায় একটি দোকানে পেট্রল ও অকটেন বিক্রি করতেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আমির হোসেন দোকানে খোলা তেল ক্রয় ও বিক্রি করতেন। রাত ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ভোরে আগুন নিভিয়ে দুই পা ব্যতীত পুরো শরীর আগুনে পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, দোকানটিতে আমির হোসেন একা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেতরে শুধুমাত্র একটি ড্রামে আগুন জ্বলছে। পাশে আমির হোসেনের মরদেহ পড়ে ছিল। এমতাবস্থায় ড্রামের আগুন নিভিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আলম খান বলেন,খোলা তেলে অসাবধানতাবশত আগুন লেগে আমির হোসেনের শরীর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবুও মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।