ঢাকাMonday , 12 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বোনাস ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

admin
May 12, 2025 1:47 pm
Link Copied!

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ঈদ বোনাস ও দুই মাসের বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন রোর ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (১২ মে ২০২৫) সকালে ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় মহাসড়ক অবরোধ করে তাদের দাবির পক্ষে বিক্ষোভ প্রদর্শন করে। এতে মহাসড়কের ওই স্থানে দীর্ঘ যানজট লেগে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পোশাক শ্রমিক ও পুলিশ জানায়, ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় রোর ফ্যাশন লিমিটেড নামের ওই পোশাক কারখানাটির অবস্থান। কারখানাটিতে প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কর্মরত ছিলেন। এদিকে ওই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন, গত ঈদ বোনাস ও অন্যান্য পাওনা ৪ মার্চ না হয় ১১ মার্চ পরিশোধ করার কথা বলে গত ২৬ মার্চ কারখানাটি লে-অফ ঘোষণা করে। কিন্তু পূর্ব ঘোষণা মতে গত ৪ মার্চ বা গত রবিবার (১১ মে) শ্রমিকদের বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি।

ফলে শ্রমিকরা তাদের দাবি আদায়ে আজ সোমবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ভালুকার কাঁঠালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে মানববন্ধন ও পরে মহাসড়কে নেমে আসে এবং প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে, থানা, হাইওয়ে, শিল্প পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে দিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেন।
মহাসড়ক অবরোধকারী শ্রমিকদের দাবি, তাদের গত ঈদ বোনাস, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের বেতন ও অন্য সুবিধাদি পাওনা রেখে কর্তৃপক্ষ করখানা বন্ধ করে দেন।

গত ৪ মার্চ না হয় ১১ মার্চ তাদের পাওনা পরিশোধ কথা থাকলেও করা হয়নি। তাই পাওনা টাকা আদায়ের জন্যে বাধ্য হয়ে প্রথমে তারা মানববন্ধন এবং পরে মহাসড়ক অবরোধ করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, রোর ফ্যাশন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে গত ২৬ মার্চ কারখানটি লে-অফ ঘোষণা করে। গত ৪ মার্চ না হয় ১১ মার্চ শ্রমিকদের বকেয়াসহ অন্যান্য পাওনা পরিশোধ করা কথা ছিল। পূর্ব ঘোষিত তারিখে ওই সব না পেয়ে ওই কারখানার তিন-চার শত বিক্ষুব্ধ শ্রমিক মহাসড়ক অবরোধ করেন।

পরে আগামী ২৫ মে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে যান। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।