ঢাকাTuesday , 22 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ট্রাভেল ব্যাগে মানুষের কঙ্কালসহ আটক ৩

admin
April 22, 2025 5:28 pm
Link Copied!

ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ট্রাভেল ব্যাগে মানুষের কঙ্কালসহ আটক ৩

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ জেলার ভালুকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মানুষের মাথার তিনটি খুলিসহ বিপুল পরিমাণ কঙ্কাল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল ২৫) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

আটককৃতরা হলেন, সাইফুল (৪৫), ফারুক হোসেন (৪৮) এবং আলমগীর হোসেন (২৪)। তারা ময়মনসিংহ সদর ও শেরপুর জেলার বাসিন্দা।

এর আগে, রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সীডস্টোর সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই তিন ব্যক্তির সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করলে মানুষের তিনটি মাথার খুলি, ২৮টি শরীরের বিভিন্ন অংশের হাড়, একটি মেরুদণ্ডের হাড় পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয় এবং হাড়গুলো জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতরা শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন কবর থেকে মানুষের হাড় চুরি করে অবৈধ ব্যবসা করে আসছিল। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক সজীব মিয়া বাদি হয়ে একটি মামলা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।