আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শনিবার (২৬ এপ্রিল) রাতে প্রবল কালবৈশাখী ঝড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। রাত ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং কৃষি ফসলের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং অনেক বিদ্যুতের খুঁটি ভেঙে যায়, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সদ্য বেড়ে ওঠা ইরি-বোরো ধান, ভুট্টা, শাকসবজি ও বেগুনের ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝড়ের দাপটে গাছ থেকে ঝরে পড়েছে লিচু এবং আমের গুটি, যার ফলে ফলনেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে উপজেলার মইদাম এলাকায়। সেখানে দুই শত বছরের পুরনো ঐতিহাসিক বটগাছটি গোড়া সহ উপড়ে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এই বটগাছটি ছিল এলাকার পরিচিতি এবং গৌরবের প্রতীক।
পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের কৃষক বদিউজ্জামান জানান,
"কালবৈশাখী ঝড়ে আমাদের এলাকায় বড় ধরনের ক্ষতি হয়েছে। জমিতে ধান পড়ে গেছে। বিদ্যুৎ না থাকায় পুরো গ্রাম অন্ধকারে নিমজ্জিত।
পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন,
"রাতের এই ঝড়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘরবাড়ি, গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে গ্রাম পুলিশদের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।"
ভূরুঙ্গামারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত জানিয়েছেন,"ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নির্ধারণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।"
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক