মোঃ মনিরুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার মইদাম এলাকায় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের ভূরুঙ্গামারী উপজেলার প্রতিনিধি জাহিদ হাসান নিলয় এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত সংগঠনটি ৩০ জন সুবিধাভোগীর মাঝে প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ কেজি মসুর ডাল ও ২৫০ গ্রাম খেজুর বিতরণ করে।
কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের ভূরুঙ্গামারী উপজেলার প্রতিনিধি জাহিদ হাসান নিলয় বলেন, “আমাদের লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। এই উদ্যোগ কেবল ঈদের জন্য নয় বরং ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করবো। সবাই মিলে সহযোগিতা করলে সমাজে কেউ অভুক্ত থাকবে না।”
উক্ত বিতরণ কার্যক্রমে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির যুগ্ন আহবায়ক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক মোঃ আবু সুফিয়ান পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন ইতিপূর্বে শীতবস্ত্র বিতরণ, গভীর নলকূপ ও টিউবওয়েল স্থাপন, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। এ ধরনের মানবিক কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিতরণ কার্যক্রম শেষ হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।