প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৫:২৫ পি.এম
ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
শুক্রবার (২১ মার্চ) ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ড্যাব নেতা ডা. মোঃ ইউনুছ।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার।
বক্তব্য প্রদান করেন
উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এবং জয়মনির হাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।
সাবেক যুবদল সভাপতি ইফতেখারুল ইসলাম শ্যামা।
সাবেক যুবদল নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন। হাজী ছালাম।
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন তৌহিদ।
সাবেক ছাত্র ও যুব নেতা কামরুল হাসান।
সাবেক ছাত্র ও যুব নেতা শহিদুল ইসলাম।
বিএনপি নেতা এছাহক আলী মাষ্টার।
এসময় উপজেলা ও ১০ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025