ঢাকাMonday , 5 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধী নারীর 

admin
May 5, 2025 5:49 pm
Link Copied!

আবু সুফিয়ান পারভেজ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):-কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোছাঃ করিমন বেওয়া (৯০) নামের এক বাকপ্রতিবন্ধী নারী। সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের কালাচানঁ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, করিমন বেওয়া ছিলেন বয়সের ভারে নুয়ে পড়া এক হতদরিদ্র নারী। বাকপ্রতিবন্ধী এই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের কুমারটারী গ্রামে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন। প্রতিদিনের মতোই তিনি সন্ধ্যার সময় রাস্তাপার হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহ এলাকাবাসীর কাছে হস্তান্তর করা হয়।করিমন বেওয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এই বৃদ্ধা কারো সঙ্গে বিরোধে জড়াতেন না, নীরবে নিভৃতে নিজের মতো করেই বেঁচে ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যু সকলকে আবেগাপ্লুত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।