ঢাকাWednesday , 30 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’ সেমিনার, কুইজ ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত 

admin
April 30, 2025 5:07 pm
Link Copied!

 

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’ শীর্ষক সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র।

বুধবার (৩০ এপ্রিল) ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং সোনাহাট যুব সংগঠনের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন রোটা: অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার এবং সঞ্চালনায় ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সমন্বয়ক মতিয়ার রহমান মুরাদ।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সিনিয়র ভলান্টিয়ার খোরশেদ আলম লিমন, সোনাহাট যুব সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম, কচাকাটা থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম, ক্যাডা সভাপতি লিয়াকত আলী সরকার এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ হেলাল আল মাহমুদ।

বক্তারা সময়নিষ্ঠা ও এর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নের জন্য সময়ের সদ্ব্যবহার অত্যন্ত জরুরি।

সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত দর্শকদের নিয়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।