প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৬:২১ পি.এম
ভূরুঙ্গামারীতে ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র উদ্বোধনে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান পারভেজ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন
শনিবার (১৬ মার্চ) বিকেলে সদর হাসপাতাল সড়ক সংলগ্ন মাকসুদা আজিজ লাইব্রেরীতে Community Advanced Development Association (CADA)-এর সহযোগিতায় ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি এই আয়োজন করে। এতে আগামী ৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিতব্য 'মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি: সময়নিষ্ঠতা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন ২০২৫'-এর উদ্বোধনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
উদ্যোগ ও কর্মপরিকল্পনা
‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’ সময়নিষ্ঠতা ও উন্নয়নের উপর গুরুত্বারোপ করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মডেলে পরিচালিত হবে। এ প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে—
প্রেরণাদায়ক সেবা আয়োজন: কৃষক, গৃহিণী, শিক্ষক, ব্যবসায়ী, কর্মকর্তা, শিক্ষার্থীদের জন্য আত্মউন্নয়নমূলক সেমিনার ও কর্মশালা আয়োজন।
✔️ শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম: প্রাথমিক থেকে স্নাতক পর্যায়ে সময়নিষ্ঠতা ও দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ ক্লাস ও সেমিনার।
✔️ সময়নিষ্ঠতার প্রচার ও প্রসার:
🔹 ফেসবুক, ইউটিউব, প্রচারপত্র, র্যালি (সাইকেল ও পায়ে হাঁটা), ব্যাগ, মগ, টি-শার্ট, ক্যাপ ইত্যাদির মাধ্যমে প্রচার।
🔹 সময়নিষ্ঠ ব্যক্তিদের পুরস্কার প্রদান।
🔹 সময়নিষ্ঠতার জন্য আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ।
✔️ গ্রামীণ উন্নয়ন: ইউনিয়ন ও গ্রামে ছোট ছোট পাঠাগার বা বুক কর্নার প্রতিষ্ঠা করা।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির প্রধান সমন্বয়ক ও টিএমএসএস (বগুড়া) এর মেডিকেল অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন সভাপতিত্ব করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন—
ডাঃ মোঃ মাহফুজার রহমান (মারুফ) – ওরাল এন্ড ডেন্টাল সার্জন, কুড়িগ্রাম আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
রইচ উদ্দিন বাদশা – মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক।
মোঃ আমজাদ হোসেন – প্রধান শিক্ষক সমিতির সভাপতি।
মতিয়ার রহমান মুরাদ – কোর মেম্বার, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি।
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ৫ এপ্রিলের সম্মেলন সময়নিষ্ঠতা ও উন্নয়নের বিষয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025