প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ১২:২৮ পি.এম
ভোলার জনগণের প্রত্যাশা ভোলা টু বরিশাল সেতু

ভোলার জনগণের প্রত্যাশা ভোলা টু বরিশাল সেতু
মোহাম্মদ নিজাম, লালমোহন (ভোলা) প্রতিনিধি
বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর দ্বীপ জেলা ভোলা। প্রায় ৩০ লক্ষ মানুষের বসবাস এই জেলা। চারটি সংসদীয় আসন শার্টটি উপজেলা পাঁচটি পৌরসভা দশটি থানা নিয়ে গঠিত দ্বীপ জেলা ভোলা। ভোলার চারিদিকে শুধু নদী আর নদী সমুদ্র। ভোলার দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে মেঘনা ও উত্তরে এবং পশ্চিমে তেতুলিয়া। বলা কে বলা হয় ইলিশের রাজা। ভোলার ইলিশ মাছ দেশ-ও বিদেশী রপ্তানি করা হয়। বারবার বড় ধরনের গ্যাস খনিজ সম্পদ পাওয়া যায় এবং সরকারের বড় রাজস্ব আয় হয় ভোলার গ্যাস সরবাহার থেকে।
চারিদিকে নদী থাকায় দেশ-বিদেশে নৌপথে আমদানি রপ্তানি রং তেমন একটা অবস্থানে পৌঁছানি। কয়েকবার ভোলা টু বরিশাল সেতু হওয়ার কথা থাকলে ও তা বাস্তবে রূপ নেয়নি। বলা বাঁশির চাওয়া পাওয়া শুধু একটি দাবী ভোলা টু বরিশাল সেতু
ভোলা টু বরিশাল সেতুটি হলে ভোলা বাঁশী অনেক উপকৃত হবে। ভোলাতে ঘরে উঠবে ইন্ডাস্ট্রিস মিল কারখানা যা জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ভোলা হবে একটি আধুনিক শহর। সেতুটি না থাকা কারণে ভোলা থেকে বরিশাল লঞ্চ যোগে যেতে হয় তাতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা। আর ঢাকা থেকে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025