প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৫:১০ পি.এম
ময়মনসিংহের নান্দাইলে ইটভাটায় ‘জিম্মি’২০ শ্রমিক উদ্ধার,আটক ২

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে একটি ইটভাটায় ‘জিম্মি’ থাকা ২০ জন শ্রমিক কে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বুধবার ০২ এপ্রিল ২৫ সন্ধ্যায় চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম ডাংরি এলাকায় এসআরবি ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালিয়ে শ্রমিকদের উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হচ্ছেন উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের বিল্লাল হোসেন (৪০) এবং মুশুল্লী ইউনিয়নের মুশুল্লী গ্রামের মোঃ জাকারিয়া (৫০)। তাঁরা নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন উদ্ধার হওয়া শ্রমিকেরা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ইটভাটাটির মালিক বারুইগ্রামের রুহুল আমিন। ইটভাটায় কাজ করা শ্রমিকদের উপর অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছিল। শ্রমিকদের জিম্মি করে ভাটায় কাজ করানো সহ ঠিকমতো মজুরি দেওয়া হতো না। শ্রমিকেরা ন্যায্য পাওনা চাইলে খারাপ আচরণসহ মারধর করা হয়। দূরদূরান্ত থেকে আসা ইটভাটার শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে তাঁদের জিম্মি করে রাখা হতো। কিশোরগঞ্জ থেকে ভাটায় শ্রমিকের কাজ করতে আসা একটি দল বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানায়। পরে বুধবার সন্ধ্যার আগমুহূর্তে সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ মনিরুজ্জামান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ যৌথ বাহিনী ইটভাটায় অভিযান চালায়। এ সময় ২০ শ্রমিককে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়।
শ্রমিকের সরদার মোঃ মেহেদী হাসান দাবি করেন, ইটভাটার মালিক ও তার সহকারীরা শ্রমিকদের জিম্মি করে কাজ করাতেন। ঠিকমতো মজুরি দিতেন না। মারধরও করা হতো। পরে সেনাবাহিনীকে জানালে তাঁদের উদ্ধার করা হয়।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ইটভাটায় একটি ঠিকাদারি গ্রুপ শ্রমিক সরবরাহ করেছিল। ঠিকাদারি গ্রুপ টাকা নিলেও শ্রমিকদের টাকা পরিশোধ করছিল না। শ্রমিকদের আটকে রেখে কাজ করানো হতো। খবর পেয়ে কিশোরগঞ্জের ২০ শ্রমিককে উদ্ধার করা হয়। দুজনকে আটক করা হয়েছে। থানায় মামলা শেষে বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২৫ তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025